দফায় দফা চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক-চালকদের উপর সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১১ মার্চ) বেলা এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক চালকদের উদ্দ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ আলম ফিরোজী সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও চট্টগ্রাম বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুস মান্নান। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম হালক মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
মানববন্ধনে প্রধান অতিথি মোঃ আব্দুল মান্নান বলেন, “চাঁদাবাজ সন্ত্রাসীরা কোন দলের নয়, এরা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। চালক শ্রমিকদের উপর সন্ত্রাসীরা হামলা এদেশের মালিক শ্রমিকরা মেনে নিবেনা।”
মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ কাজল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন তাপস। এ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুর মোহাম্মদ নুরু, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্ল্যাহ চৌধুরী , মোঃ আরিফুল ইসলাম, মোঃ হাসান, মোঃ ইউছুপ, মোঃ আঃ রহিম সহ আরো বক্তব্য রাখেন মোঃ আবু ফয়েজ, সামসুল ইসলাম আরজু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, মোঃ নূরুল সুমন, মোঃ মিলন, মোঃ মিন্টু, মোঃ হানিফ, মোঃ আলী, লিটন মিশ্র, মোঃ সাইদ, মোঃ রাসেল হাওলাদার, মোঃ আঃ সাত্তার, মোঃ মিজানুর রহমান সহ আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ্ধরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী মেহেদী হাসান- অভিজিৎ সেন মিশু- নুরুল হুদা মিন্টু ও শুভ মজুমদারকে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।