চট্টগ্রাম ১৬ নং চকবাজার ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে সদ্য হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং কোন ধরনের হয়রানী না করার দাবী জানিয়েছে মহল্লা কমিটি। এক বিবৃতিতে বাদুরতলা কাপাসগোলা মহল্লাকমিটির সভাপতি জনাব শহীদুল আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি হাজী এনামুল হক সওদাগর, সাঃ সম্পাদক জনাব আলহাজ হারুনুর রশিদ জাসেদ, সাংঘঠনিক সম্পাদক জনাব খোরশেদ আলমসহ কার্যকরী কমিটির সকল স্তরের নেতৃবৃন্দরা এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান চকবাজার ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ওয়ার্ডে পরিণত করার সংগ্রামে কাউন্সিলর নূর মোস্তফা টিনুকে বিরত রাখতে ষড়যন্ত্রকারীরা একটি ফাঁদ পেতেছেন। সেই ফাঁদের সাধারণ জনগণের সেবা কার্যক্রম বন্ধ করতে ষড়যন্ত্রকারীরা কাউন্সিলর টিনুকে মিথ্যা মামলার জড়িয়েছে। অবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক শিক্ষা বান্ধব চকবাজার ওয়ার্ডের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবীও জানিয়েছেন মহল্লার নেতৃবৃন্দরা।
Discussion about this post