মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলী উপজেলার মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, মালিক পক্ষের আশ্বাস প্রত্যহার করে ৪ ঘন্টা কর্ম বিরতি রেখে গেইটে বিক্ষোভ করে আন্দোলনরত শ্রমিকেরা।
গত বৃহস্পতিবার (৭ মার্চ) মইজ্জ্যারটেকস্থ টি. কে গ্রুপের অঙ্গ প্রতিষ্টান মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা কর্মে যোগদান করতে এসে জানতে পারেন সরকারি ঘোষণানুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা হয় নি, ফলে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় তারা কর্মে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবীতে কারখানার গেইটে বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বিগত ৫ বছর যাবৎ উক্ত প্রতিষ্টানে শ্রমিকের বেতন বাড়ানো মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল সর্বশেষ গত জানুয়ারিতে বেতন বৃদ্ধি করলেও বকেয়া রাখেন মালিক পক্ষ। ফেব্রুয়ারি মাসের বেতন তুলতে গিয়ে শ্রমিকের ক্ষোভের মূখে পড়ে কারখানার কর্মরত সিনিয়র কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান এ প্রতিষ্টান দিন-রাত ২৪ ঘন্টা উৎপাদন হয়। এতে ২ শীফটে ১২ ঘন্টা করে তাদের ডিউটি করতে হয় অতিরিক্ত কর্মঘন্টার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, এ নিয়ে প্রতিবাদ করলে চাকরি হারাতে হয়।
ঘটনাস্থলে পরিদর্শনে দেখা যায় রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতা আবদুস সত্তার রণি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন (এস. আই)। তারা মালিক পক্ষের হয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কয়েক দফা কথা বলে সর্বশেষ আগামী ১৭ মার্চ তাদের দাবী নিয়ে দু’পক্ষের সমঝোতার আশ্বাসের ভিত্তিতে কাজে ফিরেন শ্রমিকেরা।
এ বিষয়ে মডার্ণ পলি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এডমিন মোহাম্মদ শাহাদাত এর কাছে কি কারণে শ্রমিকের এ আন্দোলন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
Discussion about this post