মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : পুলিশ পূর্বের তুলনায় দক্ষতা, সৃজনশীলতা, মানন্নোয়নের দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে।
কর্ণফুলীকে মাদক মুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স ভৃমিকা রাখবে। এসময় তিনি বলেন দেশে যত জঘন্যতম ঘটনা ঘটছে তার পিছনে এ মাদকই দায়ী। মাদকের টাকা জোগাড় করতে কিশোরের অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে, এখন যেকোনো বিপদে জনগণ ৯৯৯ কল সেন্টারে কল দিয়ে পুলিশের সেবা পাচ্ছে, সারা রাত জেগে থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আরিফ হোসেন
উপরোক্ত মন্তব্য করেন।
কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির হোসেন, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মেহেদী হাসান।
মোহাম্মদ নোমান (এস.আই) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ কামাল, শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোবারক হোসেন (এস.আই), স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস বাবুল, চরলক্ষ্যা ইউপি সদস্য আবদুর রহমান, দৈনিক জনবাণীর রিপোর্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, দৈনিক ইনফো বাংলার রিপোর্টার সারওয়ার হোসেন রানা, দৈনিক সকালের সময় কর্ণফুলী প্রতিনিধি মোহাম্মদ আয়াজ ও দৈনিক দেশের কণ্ঠ কর্ণফুলী প্রতিনিধি মোহাম্মদ মনছুর আলম মুরাদ প্রমুখ।
Discussion about this post