নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশ উপজেলায় নাগরদোলার চাকায় ওড়না পেঁচিয়ে মুনতাহা আকতার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত মুনতাহা আকতার ওই এলাকার মির্জা বাঙ্গালি বাড়ির মো. মোরশেদুল আলমের মেয়ে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈলতলী মৌলানা তৌফাইল আহমদ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফের মেলায় এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার এসআই গোবিন্দ শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মেলায় নাগরদোলার চাকার সাথে নিজের গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post