মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : দেশের শিক্ষিত-সুনাগরিক গড়ার কারিগর, মহৎ পেশা শিক্ষক। যে শিক্ষকদের পাঠদানে বিদ্যালয় মুখোরিত হয়, তাদের অবসরজনিত বিদায় বেলায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্রæসিগ্ধ সংবর্ধনায় মুগ্ধ হন ৪ শিক্ষকসহ কর্মচারী ও মরহুম শিক্ষকের সহধর্মীনি। গত ১৩ ফেব্রæয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় কর্ণফুলী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সীর চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর বাবুল চন্দ্র নাথ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য বিবি ওয়াজেদা মিনু ও সদস্য মোহাম্মদ নুরচ্ছফা প্রমুখ।
সংবর্ধিত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল চন্দ্র আচার্য্য, দিদারুল আলম, সংগীতা দাশ, মোহাম্মদ মনির, এরশাদ আহমদ ও মরহুম মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর সহধর্মীনি মরিয়ম বেগম প্রমুখ।
সহকারী শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আয়মন আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ আবু নাছের, মোহাম্মদ আলমগীর, মহিউদ্দিন আলভী, পলাশ চক্রবর্ত্তী, প্রদীপ দাশ, নুরনাহার, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ মনির হাসান প্রমুখ।
বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় সংবর্ধিত শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন- তোমরা আলোকিত মানুষ হয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রেখ। বিদ্যালয়ের সুনাম অক্ষণ রেখে দেশ ও মানবতার কাজে নিজেদের উৎসর্গ কর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আজিজুর রহমান বলেন- সরকারি বিধান অনুযায়ী আজ আপনাদের বিদায় দেওয়া হলেও আপনারা থেকে যাবেন আমাদের প্রত্যেকের হৃদয়ের মনিকোঁটায়। আপনাদের শিক্ষায় চরলক্ষ্যাসহ কর্ণফুলী আলোকিত হয়েছে। আপনারাই সত্যিকারের আলোকিত মানুষ। এসময় তিনি বিদায় শিক্ষকদের মাঝে ক্রেষ্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দেন।