মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী, চট্টগ্রাম :
গত ১০ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০ টায় কর্ণফুলী উপজেলার মধ্যম চরলক্ষ্যার নিমতলাস্থ প্যানাসিয়া টিচিং পয়েন্ট’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর বাদশা, মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি এডভোকেট নাসির উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন পশ্চিম চরলক্ষ্যা মৌলভী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এয়াকুব মুন্সী, বিশেষ বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ।
ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সম্মানিত অতিথি ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, শাহ্ নেয়ামত গ্রামার হাই স্কুলের অধ্যক্ষ মৃদুল চন্দ্র আচার্য্য, মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম চৌধুরী, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাছের, চরলক্ষ্যা ক্রিয়েটিভ স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, চরলক্ষ্যা ৭,৮ ও ৯নং ওয়ার্ড মহিলা মেম্বার শাহানাজ আকতার, আরো উপস্থিত ছিলেন আবু তাহের, নলেজ পাওয়ার কোচিং সেন্টারে পরিচালনা হায়দার আলী রনি, চরলক্ষ্যা ক্রিয়েটিভ স্কুলের শিক্ষক আব্দুল বারেক, শিক্ষিকা সুমি ইসলাম, মিলি আক্তার, পিংকি আক্তার, মোহাম্মদ মানিক, বিশিষ্ট সমাজ সেবক নুর করিম প্রমুখ। উক্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানাসিয়া টিচিং পয়েন্ট এর সহকারী শিক্ষক ইরফাত আহমেদ সবুজ।
এসময় অতিথিবৃন্দ ২০২৪ সালের এসএসসি বিদায় শিক্ষার্থীদের সফলতা কামনা করেন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
Discussion about this post