প্যারাগন গ্রুপ পূর্ব অঞ্চল’র পরিবেশক সম্মেলন ‘২৪ ফয়েজ লেক কনকর্ড ভেন্যুতে ৩ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুভ সূচনা হয়।
পরিবেশক সম্মেলন ‘২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মশিউর রহমান।
প্রধান অতিথি’র বক্তব্য তিনি তৃণমূল পোল্ট্রি ব্যবসায়ীদের সংকটে পাশে ছিল, দেশের সকল প্রকার আমিষের চাহিদা পূরণে তা উৎপাদনে আধুনিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে তৃণমূল খামারিদের চাহিদানুযায়ী চাহিদা পূরণে সক্ষম
হয়েছে। আগামীতে প্রান্তিক খামারিদের প্রয়োজনের কথা বিবেচনা
করে যেকোন প্রতিকূল পরিবেশে পাশে থাকার বিষয়ে তিনি অঙ্গীকার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন।
পরিবেশক সম্মেলন ‘২৪
এ স্বাগত বক্তব্য রাখেন প্যারাগন গ্রুপ’র পরিচালক জনাব মেহরান রহমান।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তিনি পোল্ট্রি সংশ্লিষ্ট সকলের অতীত, বর্তমান ও আগামীদিনের করণীয়
সামগ্রিক বিষয়ের উপর সারগর্ব বক্তব্য রাখেন।
পূর্ব অঞ্চল’র ২০২৩ সেলস সংক্রান্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন পূর্ব অঞ্চল’র এ জি এম ডাক্তার মুহাম্মদ খোরশেদ আলম।
প্যারাগন গ্রুপ’র পরিচালক জনাব মেহরান রহমান ২০২৩ সালে পূর্ব অঞ্চলে ব্যবসায় সফল পরিবেশক ব্যবসায়ীদের নাম ঘোষণা করেন ও ২০২৪ সালের পর্যায়ক্রমে পুরস্কারের নাম ঘোষণা করে আগামী দিনে ব্যবসা পরিচালনায় সম্মানিত পরিবেশকদের আরো বেশী প্যারাগন পরিবারের পাশে থাকার বিষয়ে দৃঢ় আশাবাদ পূণর্ব্যক্ত ব্যক্ত করেন।
পরিশেষে ব্যবসায় সফল ও র্যাফেল ড্র অনুষ্ঠানে ভাগ্যবানদের পর্যায়ক্রমে পুরস্কার হাতে তুলে দেন যথাক্রমে প্যারাগন গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক জনাব আলহাজ্ব মশিউর রহমান ও জনাব মেহরান রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)