মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদন ছাড়া ক্ষতিকর উপাদান মিশিয়ে বিস্কুট তৈরি ও বাজারজাতকারী এক প্রতিষ্ঠান বন্ধ করে ৫০ হাজার টাকা মূল্যের ৮০ কার্টুন বিস্কুট কর্ণফুলী নদীতে ভাসালেন ভ্রম্যমাণ আদালত কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী। সেইসাথে আরও ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, উপজেলায় এলিগেন্ট ফুড নামের একটি বিস্কুট ফ্যাক্টরি বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া ওজন পরিমাপ মানদণ্ডে অনিয়মের জন্য মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামে রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা এবং শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি পিযূষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন এলিগেন্ট ফুড নামে বিস্কুট ফ্যাক্টরিতে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল দেশের বাজারে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এছাড়া বিএসটিআই লাইসেন্স না থাকা এবং বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদন করার প্রমাণও পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় অভিযানে বিএসটিআই চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমানসহ সিএমপি কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post