নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. ওছমান ও নুরুজ্জামান।
মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২৪ জুন আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমান নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ব বিরোধের জেরে আসামিরা আজিজুরকে খুন করেন। আসামিরা তার প্রতিবেশী।
১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, আনোয়ারা থানার একটি খুনের মামলায় আদালত দুই আসামি ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Discussion about this post