চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা মারাত্মক আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খাঁনহাট গনি সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই নেতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন সিকদার বাজার করে বাড়ি ফিরছিলেন। তিনি খাঁনহাট গনি সুপার মার্কেটের সামনে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. সুমন তার পথরোধ করে। এ সময় সুমন আবুল হোসেনকে নৌকার পক্ষে কাজ করায় হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে আবুল হোসেনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন অভিযুক্ত সুমন। এ সময় পেটে ও হাতে মারাত্মক জখম হয় ভুক্তভোগীর। আহত আবুল হোসেন মাটিতে পড়ে গেলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. দীপন দেবনাথ জানান, আহত আবুল হোসেনকে ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম. কায়ছার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি সত্য। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Discussion about this post