নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে চুরি যাওয়া চারটি অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. জামশেদ উদ্দিন (৩২) ও মো. জমশেদ (২৮)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি অটোরিকশা জব্দ করে পুলিশ।
জান গোছে, বৃহস্পতিবার কাপ্তাই রাস্তার মাথা সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অটোরিকশা মালিক সৌরাত মাহামুদ আবিদ বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অটোরিকশা উদ্ধারে মাঠে নামে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, শুক্রবার ভোরে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি করে।
Discussion about this post