নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ভাংচুর ও ৪ জন আহত হয়েছে। এতে মোঃ আবু ছৈয়দ নামে একজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল টুর্নামেন্টে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় শহীদুল ইসলাম (২৬)সহ আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তেলিপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে কানু মাঝির বাড়ি একাদশ বনাম পারকি ইয়াং স্টার ফুটবল একাদশ এর খেলা চলা কালীন কর্ণার কিক থেকে করা ১ টি গোলকে কেন্দ্র করে এই মারামারির সৃষ্টি হয়। পরে খেলার পরিচালক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে খেলা পরিচালনা কমিটির সদস্যের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে খেলা পন্ড হয়ে যায়।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানায়,পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল খেলায় একটি গোল কে কেন্দ্র করে মারামারি সৃষ্টি হয়। এতে একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা সোহেল আহমদ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার কোন অভিযোগ পাইনি।
Discussion about this post