কলেজবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন
মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : আজ রবিবার সারাদিন নানান গুঞ্জন ও উৎকণ্ঠায় দিন অতিবাহিত করেছে শিকলবাহাবাসী।
গত ৪ জুন (বুধবার) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে কর্ণফুলী উপজেলাধীন ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। এ আদেশ কপি হাতে পাওয়ার পর থেকে শিকলবাহার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা করে তিনি গতকাল রবিবার ইউনিয়ন পরিষদে অফিস করার ঘোষণা দেন।
এদিকে জাহাঙ্গীর আলমকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ৬ জুন (শুক্রবার) শিকলবাহার কলেজবাজার থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয় শিকলবাহার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে।
উক্ত প্রতিবাদ সভা থেকে জাহাঙ্গীর আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর আলম (নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান) ইউনিয়ন পরিষদে আসবেন সংবাদে সকাল ৯টা থেকে পরিষদের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা ফলে নানান গুঞ্জন ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে শিকলবাহায়।
কলেজবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন : সকাল থেকে শিকলবাহা কলেজবাজার সাউথ চট্টগ্রাম হাসপাতাল এলাকায় অবস্থান নিন উপজেলা যুবদলের একাংশ। এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম জানান-অবস্থান কর্মসূচিতে অধিকাংশ যুবদলের নেতা কর্মী উপস্থিত থাকলেও প্রোগ্রামটি ছিল শিকলবাহার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে। এসময় তিনি আরও বলেন জাহাঙ্গীর আলম নিজকে এখন বিএনপির কর্মী পরিচয় দিলেও সে বিএনপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে নি বরং আওয়ামী লীগের সাথে থেকে নানান সুবিধা গ্রহণ করেছে।
অন্যদিকে কলেজবাজারের ভিশন সো-রুম এলাকায় অবস্থান নেন জাহাঙ্গীর আলম (নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান) এর সমর্থকরা। কাছাকাছি এলাকায় দুই পক্ষের অবস্থানকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। পরে জাহাঙ্গীর সমর্থকরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও অন্যপক্ষটি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
জাহাঙ্গীর আলমের নিয়োগ প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান : জাহাঙ্গীর আলম (নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান) এর নিয়োগ প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসকে স্মারকলিপি দিয়েছে শিকলবাহার সর্বস্তরের জনসাধারণ। দুপুরে জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে এ স্মারক লিপি প্রদাণ করা হয়।
সকাল থেকে জাহাঙ্গীর আলম কোথায় ছিলেন : সকালে শিকলবাহা ইউনিয়ন পরিষদে আসার প্রস্তুতি নেন জাহাঙ্গীর আলম। এসময় তার সাথে ছিলেন শিকলবাহা ইউনিয়নের ৬জন মেম্বার ও ১জন মহিলা মেম্বার। সকাল ১১ টায় পরিষদে আসার কথা থাকলেও বারবার সময় পরিবর্তন করে দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। সেখানে কিছুটা সময় অতিবাহিত করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি ফলে আর পরিষদে অফিসে বসা হলো না তার।
এ বিষয়ে মন্তব্য জানতে উনার মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বিচ্ছিন্ন করেন।