নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীর আলমকে শিকলবাহার (আর্থিক ও প্রশাসনিক) ক্ষমতা প্রদান করা হয়েছে। গত ৪জুন (বুধবার) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে তাকে এ ক্ষমতা প্রদান করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭,৯৯,০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাধীন ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত প্যানেল চেয়ারম্যান-কে তাঁর নামের পার্শ্বে বর্ণিত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। উল্লেখ্য জাহাঙ্গীর আলম শিকলবাহা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
এদিকে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করায় ইউপি সদস্যগণ আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
এবিষয়ে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে গণ মানুষের হৃদয়ের ভাব বুঝতে চেষ্টা করেছি বিগত নির্বাচনে টানা ২ বার আমাকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করেছে। এবার শিকলবাহাবাসীকে সেবা দেওয়া সুযোগ এসেছে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো তাদেরকে সেবা দেওয়ার। মহান আল্লাহর দরবারে আমি এই দায়িত্ব পেয়ে শুকরিয়া আদায় করছি।