কর্ণফুলী প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম মেমোরিয়াল স্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।
আজ ৮ এপ্রিল ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ বিদায় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক মুহাম্মদ হাসান উল্লাহ্ । তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি হাজী সোনা মিয়া সওদাগর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালক সালাউদ্দিন মুরাদ, আবদুল করিম, মাহফুজুর রহমান, উনারা বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেছেন শিক্ষার্থীদের মাঝে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ হতে সাবরিনা আফরিন শিক্ষকদের আন্তরিকতার মাধ্যমে ক্লাস নেওয়ার কথা তুলে ধরেন।
শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ আল নয়ন, মোহাম্মদ আবু হেনা আসিফ, বিবি হাজেরা মাঈশা, মিসরাতুল জান্নাত মিথিলা, কুসুম আকতার, রুনা আকতার, রুমি আকতার, উরফাত জাহান ফারিয়া প্রমুখ।