মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত গ্যাস কোম্পানি বিন হাবিবের টাকা ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে আটকে গেলেন অত্র প্রতিষ্টানের কর্মচারী মোহাম্মদ সেলিম (৩৩)।
তাকে ৪০৮/৪০৬/৪২০ ধারায় পেনাল কোড মূলে আদালতে সোপর্দ করা হয়েছে। কর্ণফুলী থানার মামলা নং-০৩।
গ্রেফতারকৃত সেলিম কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা
ইউনিয়নের ৫নং ওয়ার্ড, তমিজ ফকিরের বাড়ীর
আলী আলম ও জোলেখা খাতুনের পুত্র।
গতকাল ৫ এপ্রিল শনিবার দুপুর দেড়টার দিকে চরপাথরঘাটা এলাকার শাক্কুর বাড়ি সড়কে তার থেকে ব্যাগ ছিনতাই হয় বলে অভিযোগ করেন যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং লক্ষাধিক টাকা ছিল। তবে দিনের শেষে সেই ঘটনা রূপ নেয় নাটকীয় মোড়ে যেখানে ছিনতাইয়ের অভিযোগ রূপ নেয় আত্মসাতে।
এনিয়ে সেলিম কর্ণফুলী থানায় অভিযোগও করেন।
অভিযোগে উল্লেখ করেন , তিনি বিন হাবিব গ্যাস কোম্পানির টাকা ও কাগজপত্রসহ একটি ব্যাগ নিয়ে ব্যাটারিচালিত রিকশায় যোগে মৌলভীবাজার ফ্যাক্টরি থেকে বাংলা বাজার ঘাটের যাওয়ার পথে চারজন ব্যক্তি একটি সিএনজি অটোরিকশায় এসে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ব্যাটারি চালিত রিকশার চালকসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে সেলিমের ও রিকশাচালকের বক্তব্যে বেশ কিছু অমিল ধরা পড়ে। পুলিশ তখন সেলিমকে আবারো জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার পুরো চিত্র বদলে যেতে থাকে। সেলিম তার বক্তব্য পাল্টে জানায়, সে নিজেই টাকা হারিয়েছে এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে সম্মতি জানান।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিশ্চিত হওয়ার পর তাকে ৪০৮/৪০৬/৪২০ ধারায় পেনাল কোড মূলে আদালতে সোপর্দ করা হয়েছে।