মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম :
কর্ণফুলী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ মোঃ আবুল কালাম(৩৩) নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ ৫ এপ্রিল শনিবার কর্ণফুলী থানাধীন শিকলবাহা সিডিএটেক হতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত আবুল কালাম পটিয়া থানাধীন কচুয়াই ইউপি ৭নং ওয়ার্ডের উকিল নুর মিয়ার বাড়ীর আরব মিয়া ও ছেনুয়ারা বেগমের পুত্র।
তার বিরুদ্ধে ৪১৩ ধারায় পেনাল কোড মূলে আদালতে সোপর্দ করা হয়। কর্ণফুলী থানার মামলা নং-০১।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম দীর্ঘদিন চোরা কাজে জড়িত ছিল। তাকে ৪১৩ ধারায় পেনাল কোড মূলে আদালতে সোপর্দ করা হয়েছে।