কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে নিহত ৩ মাস বয়সী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ । শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর বাদামতলে শিশুটির নানার বাড়িতে মা খতিজা বেগমের হাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সময় হাতির আক্রমণে গুরুত্বর আহত খজিমা বেগম এর সু চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা হয়। নিহত ও আহতদের সরকারি অনুদান যাতে দ্রুত তাদের কাছে পৌঁছানোর বিষয়ে আশ্বাস প্রদান করা হয়।
হাতিগুলো কে,ইপিজেড এলাকা হতে অন্যত্র সরানো সহ ৫০ জন ভলেন্টিয়ার (হাতি বিষয়ে সর্তকীকরণ এর কাজে নিযুক্ত) এর কাজ দৃশ্যমান করানোর বিষয়সহ অন্যান্য বিষয়ে আর্মি ক্যাম্প, উপজেলা প্রসাশন, কর্নফুলী থানা, বনবিভাগসহ এক সাথে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরীফ, সেনাবাহিনীর একটি টিম, উঋঙ বনবিভাগের (চট্টগ্রাম) একটি টিম।
প্রসঙ্গত,গত শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়৷ একই ঘটনায় এ সময় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিশুটির মা খতিজা বেগম।