নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।
সরকারিভাবে এবারই প্রথম ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার শবেকদরের ছুটি ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় এদিন থেকেই শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল)।
আগামী ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটির আগে আবার ৩ এপ্রিল সাধারণ নিয়মে অফিস খোলা থাকার কথা। কিন্তু নির্বাহী আদেশে এদিন ছুটি ঘোষণা করেছে সরকার। কারণ ঈদ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বেশির ভাগ মানুষ গ্রামে যাবেন ঈদ উদযাপন করতে। এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিয়েছে সরকার।