মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ১কেজি ওজনের গাঁজার বান্ডিলসহ মোঃ আব্দুল নবী(৪৫) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ বন্দর শাহাদাত নগর আলমগীরের ভাঙ্গারী দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল নবী আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা, দোভাষির হাট (০৭নং ওয়ার্ড) আলম তালুকদারের বাড়ীর মৃত মোঃ মনির আহমদ ও আরফা খাতুনের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন,
কর্ণফুলী থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু হয়। কর্ণফুলী থানার মামলা নং-২৮