মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
কর্ণফুলী থানা পুলিশের অভিযানে শিকলবাহা ইউনিয়ন শ্রমিকলীগ এর সম্পাদক মো: আলমগীর(৪০) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় শিকলবাহা পটিয়া ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোঃ আলমগীর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের হাজী এজাহার মিয়ার বাড়ির (রিভার ভিউ ক্লাব এর পিছনে) মৃত কবির আহমেদ ও মৃত রেজওয়ান বেগমের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, কর্ণফুলী থানার বিশেষ অভিযানে মোঃ আলমগীর নামের ইউনিয়ন শ্রমিক লীগের সহ সম্পাদকে গ্রেফতার করা হয়েছে।