মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানা পুলিশের অভিযানে জুলদা ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ অছি মিয়া(৪০) কে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ২.৪৫ টায় কর্ণফুলী থানাধীন জামতলা বিট ১১ নং ঘাটের উত্তর পাশ হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোঃ অছি মিয়া কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মামুন নছিম এর বাড়ীর ছেমর আলী ও মাবিয়া খাতুনের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, কর্ণফুলী থানার বিশেষ অভিযানে মোঃ অছি মিয়া নামের জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।