মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানা পুলিশের বিশেষ কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসাইন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬ টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এরশাদ আলীর বাড়ীর মোঃ মনসফ আলী ও রাশেদা বেগমের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, কর্ণফুলী থানার বিশেষ অভিযানে মোঃ সাদ্দাম হোসেন নামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক বক্তব্য প্রদানের অভিযোগ রয়েছে, তাকে আদালতে সোপর্দ করা হবে।