মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : আল্লামা আবুল হাশেম শাহ্ (রহ.) ছিলেন বিনয়ী, নিরহংকারী ও প্রচারবিমূখ উস্তাজুল ওলামা। উনি বহু আলেমদের উস্তাদ হয়েও সাধারণ জীবনযাপন করতেন, অহংকার দাম্ভিকতা উনাকে স্পর্শ করেনি। ফয়জুল বারী ফাজিল ভিগ্রী মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ ওস্তাজুল ওলামা হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাশেম শাহ্ (রহ.) এর স্মরণ সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার (১৭ রমজান) পবিত্র বদর দিবস ও আল্লামা আবুল হাশেম শাহ্ (রহ.) এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে কর্ণফুলী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।
উপজেলার এইচটি কনভেশন হলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ আল্লামা হাসান রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি হজরতুলহাজ আল্লামা শাহ্ নুর মোহাম্মদ আল কাদেরী। এতে উদ্বোধক ছিলেন আল্লামা আবুল হাশেম শাহ্ (রহ.) এর বড় সাহেবজাদা মাওলানা মোঃ রেজাউল করিম।
আলহাজ্ব মাওলানা মুফতি আবু ছাদেক রেজভী ও গাজী মাওলানা মুহাম্মদ ইছহাক এর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান।
এতে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর সাংগঠনিক সচিব অধ্যক্ষ ড. আল্লামা ইসমাঈল নোমানী, সীতাকুণ্ড খাজা কালু শাহ্ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরি,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুফতী কাজী শাকের আহমদ চৌধুরী, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহযোগী অধ্যাপক
মাওলানা ক্বারী মোহাম্মদ ইকরামুল হক আল কাদেরী, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল গফুর মেম্বার, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মোহাম্মদ ছৈয়দ, শিকলবাহা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা মাসুদুল হক জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জামিল, সহ-সভাপতি মাওলানা আহমদ কবির, চরপাথরঘাটা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা আহমদ হোসেন নেজামী, চরলক্ষ্যা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা আজিজুর রহমান আলকাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা সরওয়ার আলম আলকাদেরী, বড়উঠান আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক- মাওলানা মোহাম্মদ আলী আমিরী, কর্ণফুলী উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মুজিবুল হক, অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ শাহেদ নূর, কর্ণফুলী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সহ-সভাপতি মাওলানা মোঃ কামাল উদ্দিন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন শিকলবাহা ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনী আশরাফী, চরফরিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রিদুওয়ানু হক, শায়ের ব্যাপারী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ওয়াহিদীয়া তৈয়্যবীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল আলিম,
শাহ সুফি আব্দুল আজিজ (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা সাদ্দাম রেজা চিশতী, নজুকুলসুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মঈনুদ্দিন আহছানী, ছাত্রনেতা মোহাম্মদ মিজানুর রহমান, সাদেক আলী, ইমরান হোসেন সাগর প্রমূখ।