ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
“নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ-নির্যাতন” এই স্লোগানকে কেন্দ্র করে সারাদেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও হত্যা নির্যাতনের প্রতিবাদে ১৭ মার্চ সোমবার সকাল ১১টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে মানববন্ধন করে উপজেলা আস্থা যুব ফোরাম।
অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন, যুব ফোরামের আহবায়ক মোঃ আনোয়ার পারভেজ আদিত, যুগ্ম আহবায়ক মোঃ অলিউল্লাহ , সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ, আইকনিক ইউথ অর্গানাইজেশন কোষাধাক্ষ জুনায়েদ আহমেদ, মোহবুল্লাহ্ কলেজ গ্রন্থাগার আশিক আলী কাজল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আস্থা যুব ফোরাম সহকারী অফিসার আরিফা খাতুনসহ আস্থা যুব ফোরাম ও আইকনিক ইউথ অর্গানাইজেশন সদস্যবৃন্দ ও স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনর বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে ধর্ষণের বিষয নিয়ে, তাতে করে এভাবে অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রূপধারণ করবে। বিশেষ করে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও পরে তাঁর মৃত্যুতে আজ সারাদেশকে নাড়া দিয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানেও অনাকাঙ্খিত ঘটনাগুলো আমাদের লজ্জিত করেছে।
বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নই, তবে সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটছে, সে ব্যাপারে তিনি গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন বলে বক্তারা জোর দাবী জানান।