মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে সরকার অনুমোদিত মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কর্মীদের নিয়ে মতবিনিময় ও ইফতারের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার ১৭ মার্চ উপজেলার মইজ্জ্যারটেকস্থ হোটেল আল মদিনায় ফাউন্ডেশনের কর্ণফুলী উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার রণির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
তিনি বলেন, নির্যাতন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরপাথরঘাটা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসা সিকদার। তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম, আর মানবসেবাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমাদের সবার উচিত সমাজের দুস্থ ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।”সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কর্ণফুলী শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ ইকবাল, বিএনপি নেতা আব্দুল আজিজ, সাংবাদিক নুরুল আমিন মিন্টু, সাংবাদিক মোহাঃ সেলিম নূর, বিএনপি নেতা শামসুল হক খোকা ও জামায়াত নেতা ওসমান গণী সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্ণফুলী উপজেলা শাখার কর্মীদের মাঝে আইডি কার্ড, সনদ ও সংগঠনের মনোগ্রাম সংবলিত জ্যাকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে হাজী ছফেয়া শুক্কুর মোহাম্মদীয়া সুন্নীয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবু সৈয়দ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।