মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের ন্যায় আজ শনিবার (১৫ মার্চ) কর্ণফুলী উপজেলায় ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় বড়উঠানে ক্যাম্পইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোছাম্মৎ জেবুন্নেসা কেয়া। এসমঋ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের এমওডিসি ডাঃ মোহাম্মদ শাহাদাত হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়-স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ৫০ জনসুপারভাইজারের তত্ত্বাবধানে ২৪৪ জন সেচ্ছাসেবী ১২২ টি টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স এর মোট ৩৪০০০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান হয়।