ভোলাহাট উপজেলা(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বড়গাছী অনির্বাণ যুবক সমিতির উদ্দ্যোগে শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বড়গাছী মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরে কমিটি গঠনে সভাপতি শাহাদাৎ ও সম্পাদক নয়ন নির্বাচিত।
এলক্ষ্যে অনির্বাণ যুবক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানি মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর চাঁদ আলী ও অযুস’র সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন নয়নসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সমিতির সদস্য-খেলোয়ারগণ।
উল্লেখ্য, অনির্বাণ যুবক সমিতি (অযুস)’র সাধারণ সম্পাদক মোশাররফ নয়ন এ প্রতিবেদককে জানান, দীর্ঘ ১৭ বছর ধরে এই সমিতিটি রাজনৈতিক পেশী শক্তিতে কুক্ষিগত করে রাখা হয়েছিল এতদিন। পরে গত ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার বড়গাছী অণির্বান যুবক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে সকলের মতামতের ভিত্তিতে মোঃ শাহাদাৎ হোসেনকে সভাপতি ও আমি মোঃ মোশাররফ হোসেন নয়ন সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিকে অত্র ৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানুর সুপারিশে ও বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্বনামধন্য সংগঠনটিতে নতুন আঙ্গিকে কমিটি গঠন হওয়ায় এলাকার সকলস্তের মানুষ আনন্দ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উচ্ছসিত হয়ে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকলের সহযোগিতা নিয়ে এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বড়গাছী (অযুস) আয়োজিত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি। ছবি-১। সভাপতি-শাহাদাৎ ও ২। সম্পাদক-নয়ন।