মুহাম্মদ বেলায়েত হোসেন:
পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তা সাধারণের নাগালে রাখতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাজার দর নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কর্ণফুলী উপজেলা প্রশাসনে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যহত রেখে বাজার মনিটরিং টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চারটি মামলায় সাত হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১৩মার্চ)বিকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট রয়া ত্রিপুরা। এবিষয়ে তিনি নবীন কণ্ঠ কে জানান,জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী মাস্টার হাট বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করি।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রেড লাইসেন্স না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী ও বিক্রি, মূল্য তালিকা না থাকা সহ অভিযোগে ৪টি মামলায় মোট সাত হাজার টাকা জরিমানা প্রদান করি। পাশাপাশি তাদের কে উক্ত বিষয়ে সচেতনতা করেছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা পুলিশের মোবাইল টিম এবং ট্রাস্ক ফোর্স ও উপজেলা ভূমি অফিসের কমকর্তাবৃন্দ।