নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে নগরীর চাক্তাই খালের ফিশারি ঘাটে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ফিশারি ঘাট সংলগ্ন চাকতাই খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম। অভিযান পরিচালনাকালে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।