মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
এবার চট্টগ্রামের কর্ণফুলীতে শালীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয়রা।
আজ মঙ্গলবার ( ১১ মার্চ ) রাত ১.১৬ টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ডের কালাইয়ার দোকান- রাজা ভান্ডারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
পরে কর্ণফুলী থানা পুলিশ আসামী ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়-আটক ফারুক (২৮) তার শ্যালীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে পাশ্ববর্তী বাড়ির মহিলা মব সৃষ্টি করে ছেলেকে আটক করে উত্তম মাধ্যম প্রহার করে পুলিশকে সংবাদ দেয় ঘটনাস্থল থেকে ভিকটিম ও দুলাভাইকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, মামলা প্রক্রিয়াধীন।
আটককৃত ফারুক খোয়াজনগর গ্রামের ৪নং ওয়ার্ড সৈন্যারটেক ফেজার বাপের বাপের বাড়ির নাসির উদ্দীন এর পুত্র। সে পেশায় কন্টেইনার গাড়ি চালক।
বিস্তারিত আসছে