মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
রাস্তা দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনার দায়ে আবারও ২০ হাজার টাকা জরিমানা গুনতে হলো আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে। এরপূর্বে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও কোনো পরিবর্তন হয়নি প্রতিষ্ঠানটি। এবার কর্ণফুলী উপজেলা প্রশাসনের অভিযানে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি রাস্তা ঘেঁষে নির্মাণকৃত সামিয়ানা খুলে ফেলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় মইজ্জ্যারটেক এলাকায় যানজট নিরসনে কর্ণফুলী উপজেলার আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার এবং কর্ণফুলী ওরশ বিরিয়ানি হাউজকে ১০ হাজার জরিমানা করা হয়। এবং রাস্তার উপরের স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ ১০ মার্চ সোমবার বিকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত।
একই দিনে দোকানের বাইরে রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতিরেকে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ফকিরনীর হাটের মেসার্স আলম এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা ব্যতিরেকে পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালীন কর্ণফুলী থানার পুলিশ টিম ও আনসার সদস্যদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।