চট্টগ্রামের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (মাঃজিঃআঃ) রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনির আবছার চৌধুরী ও সেক্রেটারি জেনারেল নুর উদ্দিন জাহাঙ্গীর প্রেরিত শোক বার্তায় বলেন-
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (মাঃজিঃআঃ) ছিলেন কর্ণফুলী উপজেলাসহ দেশের সনামধন্য প্রজ্ঞাবান ও বহু আলেমের উস্তাদ (উস্তাজুল ওলামা) উনার হাতে এদেশে বহু আলেম সৃষ্টি হয়েছে। তিনি একাধারে ফয়জুল বারী সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তাঁর অবদান ছিল অমূল্য। তাঁর ইন্তেকালে আজ কর্ণফুলীতে শোকের ছায়া নেমে এসেছে।
আমার হারিয়েছি একজন সত্যিকারের আলেমেদ্বীনকে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ্পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক ও শোকাবহ পরিবার এলাকার জনগণ, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দিক। আমিন!
উল্লেখ্য- মৃত্যুকালে তার বয়েস হয়েছিলো ৮১ বছর এবং মৃত্যুকালে স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়ে সন্তান সহ অংসখ্য গুণাগাহী রেখে যান। মাওলানা আবুল হাশেম (মাঃজিঃআঃ)
আগামীকাল, সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় কর্ণফুলী কলেজ বাজারস্থ আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। (প্রেস বিজ্ঞপ্তি)