নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফারুক (৩৮) নামের ১ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার রাত ১১.৩০ টায় কর্ণফুলী থানা (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তিনি চরলক্ষ্যা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে থানা সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ ফারুক চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাফর মেম্বারের বাড়ির মৃত আলী হোসেন ও সালেহা খাতুনের পুত্র।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে
জানান, মোঃ ফারুককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।