মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যহতভাবে পরিচালনা হচ্ছে। মাহে রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসহ খাদ্য সামগ্রী উৎপাদন রোধ করতে এ মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
আজ শুক্রবার (৭ মার্চ) বিকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ফাজিলখার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মামলা ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ মোবাইল কোটা পরিচালনা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা নবীন কণ্ঠ বিডিকে জানান-জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনায় রমজান উপলক্ষে ফাজিল খারহাট বাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।পরিচালনাকালে ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী ও বিক্রি,মূল্যতালিকা না থাকা অভিযোগে ৪টি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কয়েকজন দোকানীক মৌলিক সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন কর্ণফুলী থানার একটি পুলিশ টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।