মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: সিএমপি কর্ণফুলী থানার বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের মোঃ জাহেদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬মার্চ) রাত ১০.৩০ টার দিকে ইছানগর জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মর্মে কর্ণফুলী থানা সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ জাহেদ চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ড, মোহব্বত আলীর বাড়ীর মোহব্বত আলী ও ছেনোয়ারা বেগমের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে
বলেন, মোঃ জাহেদ নামের এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।