মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে কর্ণফুলী থানার এসআই(নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ইছানগর ০৮নং ওয়ার্ড নুর উদ্দীনের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ০১। মোঃ সাফায়াত উল্লাহ(৩২) পিতা-হাসান উল্লাহ, মাতা-আয়েশা বেগম, সাং-ইছানগর, ০৮নং ওয়ার্ড, চৌধুরী বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ রায়হান(৩২) পিতা-নুরুল ইসলাম, মাতা-আয়েশা, সাং-হাপানিয়া, বেপারী বাড়ী, ১২নং হাপানিয়া ইউপি, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, বর্তমানে-ইছানগর, নুরুল উদ্দিনের ভাড়াঘর, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ রিয়াজ(২৭) পিতা-মোঃ সালাউদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-ওমরাবাদ, আব্দুল হক হাওলাদার বাড়ী, থানা-শশীভূষণ, জেলা-ভোলা, ০৪। মোঃ আলাউদ্দিন হাওলাদার (৫৫) পিতা মোফাজ্জল হক হাওলাদার, মাতা-সাফিয়া বেগম, সাং-ওমরাবাদ, আব্দুল হক হাওলাদার বাড়ী, থানা-শশীভূষণ, জেলা-ভোলা, ০৫। মোঃ জামাল(৪৯) পিতা-মৃত আব্বাস আলী, মাতা-ফজর বানু, সাং-বাবুন দিয়া, ০৬নং ওয়ার্ড, আজিজ চেয়ারম্যানের বাড়ী, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-ইছানগর, লতিফ সওদাগরের বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ ইব্রাহিম(৩২) পিতা-হারুন হাওলাদার, মাতা-হেলেনা বেগম, সাং-চরকলমি, ০৬নং ওয়ার্ড, হাওলাদার বাড়ী, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা, ০৭। মোঃ মনির হোসেন(২৯) পিতা-মোঃ রফিক, মাতা-কোহিনুর বেগম, সাং-হাজারীগঞ্জ, ০৩নং ওয়ার্ড, শিব্বারের বাপের বাড়ী,থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ০৮। মোঃ রাসেল(৩২) পিতা-বাবুল ফকির, মাতা-শিরিন আক্তার, সাং-ঢাকাগাঁও, ০৩নং ওয়ার্ড, সুন্দরপুর ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ০৯। মোঃ নুর নবী(৩৪) পিতা-আবুল কাশেম, মাতা-সুলেমা খাতুন, সাং-হাজারীগঞ্জ, ০৮নং ওয়ার্ড, শাহ আলম স্বর্ণকারের বাড়ী,থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ১০। মোঃ জাহেদ প্রঃ সিহাব(২০) পিতা-আজাদ মিয়া, মাতা-শিলা বেগম, সাং-আগিউন, ০৬নং ওয়ার্ড, মসজিদের পাশে তালুকদার বাড়ী, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভী বাজার, ১১। মোঃ কবির গাজী(৪২) পিতা-রুহুল আমিন গাজী, মাতা-মমতাজ বেগম, সাং-চরপাড়া, ০৯নং ওয়ার্ড, গাজী বাড়ী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, ১২। মোঃ তসলিম উদ্দিন(৪৪) পিতা-আবু তাহের, মাতা-হাবাধন আক্তার, সাং-ইছানগর, ০৯নং ওয়ার্ড, দুবাইওয়ালা সরফত আলীর বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ১৩। মোঃ শহিদ(৩৫) পিতা-মোঃ সিরাজ, মাতা-পারভীন বেগম, সাং-হাজারীগঞ্জ, ০৯নং ওয়ার্ড, জনি মাঝির বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ১৪। মোঃ ইব্রাহিম(৩৩) পিতা-নুরুল ইসলাম হাওলাদার, মাতা-ময়ফুল বেগম, সাং-হাজারীগঞ্জ, ০২নং ওয়ার্ড, দায়মুউদ্দিন সিকদার বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ১৫। নুর নবী(৪৫) পিতা-আলী আহমদ, মাতা-আমেনা বেগম, সাং-শাকচর, ০৫নং ওয়ার্ড, আছিয়া বাপের বাড়ী, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণসামগ্রী ০২ বান্ডলিল তাস ও জুয়া খেলার নগদ ৭১৬০/-টাকা উদ্ধার করা হয়।
তাহাদের বিরুদ্ধে কর্ণফুলী থানার নন এফ,আই,আর প্রসিকিউশন নং-১৪৪/২০২৪, তাং-০৫/০৩/২০২৫খ্রিঃ, ধারা-চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৯৪ দাখিল করা হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে
বলেন, মাহে রমজানের পবিতময় রাতে জুয়ার আসর থেকে ১৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।