মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: সিএমপি কর্ণফুলী থানার বিশেষ অভিযানে
চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রাণ সম্পাদক আবুল কালাম রকি(৩২)কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে মর্মে কর্ণফুলী থানা সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত রকি চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের ৯ নং ওয়ার্ড, সওদাগর বাড়ির
আবু জাফর ও রুবি আক্তারের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে
বলেন, আবুল কালাম রকি নামের এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।