মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রীজঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মামলা ও ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ ২ মার্চ (রবিবার) বিকাল ৪ টায় কর্ণফুলী উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ মোবাইল কোটা পরিচালনা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা নবীন কণ্ঠ বিডিকে জানান-জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে।
এসময় মূল্য তালিকা না থাকায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিস্ট ধারায় ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন কর্ণফুলী থানার একটি পুলিশ টিম।