মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: সিএমপি কর্ণফুলী থানার বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার(৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বড়উঠান দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোহাম্মদ সরওয়ার বড়উঠান
ইউনয়নের দৌলতপুর, ফাজিলখারহাট, ১নং ওয়ার্ডের ইউসুফ মেম্বারের বাড়ীর মৃত জহির আহম্মদ ও আনোয়ারা বেগমের পুত্র।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে
বলেন, মোহাম্মদ সরওয়ার নামের এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।