মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: রমজানে আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সে থাকবে কর্ণফুলী থানা (সিএমপি)। চুরি, ছিনতাই, ডাকাতি, অরাজকতা এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পবিত্র রমজান মাসে বিশেষ অভিযান পরিচালনা করবে কর্ণফুলী থানা পুলিশ।
আজ ১ মার্চ (শনিবার) সকালে কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের মাসিক সভায় এ ঘোষণা দেওয়া।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সভাপতিত্বে সিটিজেনস ফোরামে মাসিক এ সাধারণ সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তৎমধ্যে রয়েছে রমজানে স্পেশাল মোবাইল টিম পরিচালনা, তারাবী এবং ফজরের পর এলাকাভিত্তিক বিশেষ নজরদারি, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স, ধর্মীয় সম্প্রতি রক্ষায় এক হয়ে কাজ করার প্রত্যয়, মার্কেটের সামনে যানজট নিরসনে ব্যবস্থা, শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দোসরদের সংঘটিত হওয়ার চেষ্টা প্রতিরোধ।
উক্ত সিটিজেনস ফোরামের মাসিক সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার জমির উদ্দিন, মুনির আবছার চৌধুরী, মোঃ ফারুখ, নজরুল ইসলাম, ওমর হায়দার, নুরুল ইসলাম, শেখ আহমদ, এডভোকেট নাজিম উদ্দীন, মাহবুবা ইলা খাদিজা, সিরাজুল মোস্তফা, মাওলানা আবদুল মাবুদ, সাইফুল ইসলাম, শাহানাজ বেগম বাহারুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে জানান পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও কর্ণফুলীবাসীর জান-মাল রক্ষায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে পুলিশ প্রশাসন জিরো টলারেন্সে অবস্থান নিবে।