নিজস্ব প্রতিবেদক :
“তোমরা চাঁদ দেখে রোজা রাখ, চাঁদ দেখে রোজা ভাঙ্গ” হাদীসের আলোকে সৌদি আরবে গতকাল চাঁদ গেলে গতকাল থেকে তারাবিহ নামাজ ও আজ থেকে রোজা রাখা শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বেশ কিছু অঞ্চলের মানুষ।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরা রোজা পালন শুরু করেছেন।
এ বিষয়ে শিকলবাহার কয়েকজন মির্জাখীল দরবারের মুরিদ ও অনুসারীদের সাথে কথা বলে জানা যায়-
আমরা তারাবির নামাজ আদায় ও সেহেরি খাওয়া শুরু করেছি। মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দুই শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন করে আসছেন। আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহাও সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপন করে আসছে।
মির্জাখীল দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধ–শতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ রোজা পালন শুরু করেছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও আজ থেকে রোজা পালন শুরু করেছেন।