মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন সড়ক ও মোড়ে গড়ে উঠা বিরিয়ানির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্টানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। কর্ণফুলী উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ মোবাইল কোটা পরিচালনা করেন।
মইজ্জ্যারটেক মোড়ে আকাশ ওরশ বিরিয়ানি হাউস এবং ওসমানি ওরশ বিরিয়ানি হাউস সংযোগ সড়কের উপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানেই প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয়রা প্রশাসনকে মৌখিকভাবে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অবশেষে কর্ণফুলী উপজেলা প্রশাসনের টনক নড়ে, যখন ইউএনও ও এসিল্যান্ডের কাছে সরাসরি অভিযোগ পৌঁছায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কর্ণফুলীর মইজ্জ্যারটেক ও চরলক্ষ্যা ইউনিয়নের মিল্কভিটার সামনে । পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে আকাশ ওরশ বিরিয়ানি হাউস এবং ওসমানি ওরশ বিরিয়ানি হাউস-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা সাংবাদিকদের জানান- ওরশ বিরিয়ানী বিক্রির জন্য দোকান খুলে রাস্তা দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানী রান্না করে ভোক্তাদের বিক্রি করা হচ্ছিল। অভিযান চালিয়ে চরলক্ষ্যায় অবস্থিত আকাশ ওরশ বিরিয়ানী হোটেল ও ওসমান ওরশ বিরিয়ানী হোটেল নামের দুই প্রতিষ্টানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় তিনি আরও জানান-রাস্তা দখলকৃত জায়গা থেকে দোকানের কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে । কর্ণফুলী থানা টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন।