মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: সিএমপি কর্ণফুলী থানার বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মহসিন (৩৬)কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরলক্ষ্যা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোহাম্মদ মহসিন চরলক্ষ্যা ইউনয়নের ২নং ওয়ার্ড আফাজ উল্লাহ মুন্সির বাড়ীর মোঃ ইয়াছিন ও মোছাঃ লায়লা বেগমের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।