মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: সিএমপি কর্ণফুলী থানার বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দিন (২৪)কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়উঠান শাহমীরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত সালাউদ্দিন বড়উঠান ইউনয়নের শাহমীরপুর গ্রামের ৫নং ওয়ার্ড আবু শামা ড্রাইভারের বাড়ীর মোঃ ইব্রাহিম ও মোহছেনা বেগমের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।
সালাউদ্দিন গ্রেফতারের সংবাদে এলাকাবাসী অভিযোগ করে বলেন-সে ছাত্রলীগের রাজনীতিকে পূঁজি করে এলাকায় কিশোর গ্যাং ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন। এসময় এলাকাবাসী তার যথাযথ শাস্তির দাবী জানান।