মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলীর মইজ্জ্যারটেকের আলহাজ্ব এম নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটে রুচি ও তৃপ্তিতে সম্পূর্ণ ভেজালমুক্ত পণ্য ও অভিজাত খাদ্য ভান্ডার নিয়ে যাত্রা শুরু করেছে ফ্রেশ এন্ড সেইফ।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে উক্ত প্রতিষ্টানটির শুভ উদ্বোধন হয়।
এতে উদ্বোধক ছিলেন জি পি এইচ ইস্পাত লিঃ এর ডেপুটি ম্যানেজার মুহাম্মদ আবদুল কাদের, এসময় উপস্থিত ছিলেন ফারজানা আক্তার তোফা (এডভোকেট জজকোর্ট, চট্টগ্রাম), সাংবাদিক ওসমান হোসেন, শাহনাজ আক্তার (স্বত্তাধিকারী, আলহাজ্ব এম নুরুন্নবী চেয়ারম্যান মার্কেট), কবি-প্রকাশক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটন, জানে আলম ফরিদ (প্রোপ্রাইটর, ফ্রেশ সী ফুড) সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জি পি এইচ ইস্পাত লিঃ এর ডেপুটি ম্যানেজার মুহাম্মদ আবদুল কাদের বলেন, ‘কর্ণফুলী ও দক্ষিণ চট্টগ্রামে খাদ্যপণ্যের গুণগতমান নিশ্চিত করে আধুনিক অনেক বেকারি যাত্রা শুরু করেছে।
আশা করছি ফ্রেশ এন্ড সেইফ মান ও স্বাদ বজায় রাখবে। ’
অনুষ্ঠানে প্রতিষ্টানের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন বলেন, কর্ণফুলীতে আমাদের সর্বাধুনিক মেশিনে তৈরি পণ্য বাজারজাত হচ্ছে। কেক, পেস্ট্রি, মিষ্টি, ড্রাই ফুড, ঝাল আইটেমসহ ২৫০ পদের পণ্য থাকছে আমাদের শো রুমে। আমাদের পণ্যের স্বাদ নিতে শো-রুমে আসুন।