বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এবালন ফ্যাশন লিমিটেডে (জ্যাকেট তৈরির কারখানা) নামের পোশাক কারখানায় আগুন লেগেছে।
আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ্।
কারখানাটির কোয়ালিটি ম্যানেজার অলী উল্লাহ্ বলেন, পৌনে পাঁচটার দিকে কারখানায় আগুন লাগে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানাটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুত করা হয়।
উপ সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ্ বলেন, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে।
সূত্রে জানা যায়- প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে কারখানার কোনো শ্রমিক কর্মচারীর প্রাণহানির সংবাদ পাওয়া যায় নি।