মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে কর্ণফুলীতে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি। প্রথম প্রহরে উপজেলার নব নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, কর্ণফুলী থানা সিএমপি, কর্ণফুলী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন, এনজিও এবং শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করেছেন কর্ণফুলী বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া, সদস্য সচিব হাজী ওসমান, সিনিয়র যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ জেলার ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর শুরু হয় এক মিনিট নীরবতা পালন। অন্ধকার রাত ভেদ করে মোমবাতির আলো জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন উপস্থিত সবাই। কর্ণফুলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেয় এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে।
কর্ণফুলী প্রেসক্লাবকর্ণফুলী প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন। বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব ও বর্তমান প্রজন্মের জন্য এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী কর্মসূচিতে কর্ণফুলীর সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায়।