মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী
সুনাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা লাভের আহ্বান জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়া খোয়াজনগরস্থ আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল ও কলেজ প্রাঙ্গনে তারুণ্যের উৎসব ২০২৫ এর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোছাম্মাৎ রাশেদা আক্তার (সিনিয়র সহকারী সচিব), ভূমিদাতা- প্রতিষ্ঠাতা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সভাপতি (স্কুল শাখা) লায়ন হাকিম আলী, কর্ণফুলী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, সদস্য সচিব হাজী মোঃ ওসমান, আজিম হাকিম স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম, আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল ও কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃদ।
পরিশেষে উক্ত প্রতিষ্টানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।